
যেই দল গুলো বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে সেই দলের জার্সির বাম পাশে লাগানো থাকে তারকা। বাম পাশের তারকাটা গুলো বিশ্বকাপ শিরোপা সংখ্যাকে প্রকাশ করে। ব্রাজিল পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া তাদের জার্সিতে পাঁচটি তারকা রয়েছে। কিন্তু উরুগুয়ে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ান হয়েও তাদের জার্সিতে রয়েছে চারটি তারকা।
কোন দল যদি বিশ্বকাপ জিতে তাহলের তাদের জার্সির বাম পাশে তারকা রাখার অনুমতি দেয় ফিফা। কিন্তু উরুগুয়ে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নস হয়েও এবারের বিশ্বকাপে নিজেদের জার্সিতে চারটি তারকা লাগিয়ে খেলছে। যা ফিফার নিয়মের বাইরে। শুধুমাত্র ১৯৩০ ও ১৯৫০ সালে বিশ্বকাপের শিরোপা জিতে উরুগুয়ে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। আর প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। তবে এর আগে সর্বোচ্চ আসর হিসেবে ধরা হত অলিম্পিক ফুটবলকেই। প্রথম বিশ্বকাপ জয়লাভ করার আগে ১৯২৪ ও ১৯২৮ সালে অলিম্পিক স্বর্ণ জিতেছিল উরুগুয়ে। তাই সে হিসেবে নিজেদের জার্সিতে চারটি তারকা লাগিয়ে খেলছে তারা।
জার্সিতে এই চারটি তারকা দেখিয়ে উরুগুয়ে তাদের ফুটবলের সাফল্য প্রদর্শন করছে বলে জানায় উরুগুয়ে ফুটবল ফেডারেশন। কিন্তু চারটি তারকাকে তাদের বিশ্বকাপের শিরোপা জেতার সংখ্যাকে নির্দেশ করছে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। ২০১০ ফিফার নিয়মে লেখা আছে, শুধুমাত্র অফিসিয়ালভাবে বিশ্বকাপ জেতার সংখ্যাই তারকা হিসেবে জার্সিতে প্রকাশ পাবে।
