ঘুস কেলেঙ্কারি জন্য বিশ্বকাপ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন এই রেফরি। তার দেশের একটি দারিদ্র দেশ। সামান্য কিছু মানুষের হাতে আবার আকাশ ছোয়া অর্থ। এটাই কি ঘুষ কেলেঙ্কারিতে জড়ানোর কারণ? উত্তরটা সম্ভবত ‘না’।

কেনিয়ার এডেন মারভা রেঞ্জ ফিফার তালিকাভুক্ত একজন রেফারি। চলতি বিশ্বকাপেও রেফারি টিমে তার নাম ছিলো! এখন অপরাধ করে সাজা পেতেই হলো।

২০১৮ বিশ্বকাপের রেফারি মারভাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)।

ঘুষ নেওয়ার অভিযোগ নিজ মুখে স্বীকার করার পর তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে আজ রবিবার সিএএফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, ঘানার ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সেজে ছদ্মবেশী একজন সাংবাদিকের কাছ থেকে ৬ হাজার মার্কিন ডলার ঘুষ নিয়েছিলে মারভা। গত জুনে এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে বিবিসি। তখনই তাকে ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত করা হয়। এবং অপরাধ প্রমাণিতও হওয়ার পর বিশ্বকাপের তালিকা থেকেও বাদ দেয়া হয়েছে।

সিএএফের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা মারভা রেঞ্জকে নিজের পদত্যাগপত্র লেখার জন্য বাধ্য করবে। তাকে প্রতিযোগিতামূলক ফুটবলের কোনো অঙ্গণেই আর থাকার সুযোগ নেই।

তাকে এই নিষেধাজ্ঞার কাগজ হাতে পাওয়া মাত্র রাশিয়া থেকে ফিরতে হবে। অবশ্য বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য ফিফার পক্ষ থেকে প্রাপ্য পারিশ্রমিক তিনি পাবেন।