সদ্য ইন্জুরি থেকে ফেরা নেইমারের অসাধারন গোল ও রবার্তো ফিরমিনোর করা দারুন ফিনিশিং এর উপর ভর করে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারালো ব্রাজিল। দুটি গোলের এসিস্ট করেন যথাক্রমে কৌতিনহো ও ক্যাসেমিরো।  খেলার শুরু থেকে প্রথম অর্ধ শেষ হওয়া পর্যন্ত ব্রাজিলের খেলায় কোন গতি ছিলোনা। বল দখলে মনোযোগ দিলেও ভালো কোন সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারকে মাঠে নামালে খেলায় গতি ফিরে আসে।

৬৯ মিনিটে কৌতিনহোর কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলরক্ষককে কোন সুযোগ না দিয়েই দুর্দান্ত শটে বল জালে পাঠান নেইমার।  ৯০+৩ মিনিটে ক্যাসেমিরোর পা থেকে উড়ে আসা বল ডি বক্সে দারুণ দক্ষতায় রিসিভ করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠিয়ে দলের ২-০ গোলের জয় নিশ্চিত করে জেসুসের পরিবর্তে মাঠে নামা ফিরমোনো।