
রাশিয়া বিশ্বকাপে ফাইনালে উঠার লক্ষে আজ মাঠে নামবে ফ্রান্স বনাম বেলজিয়াম। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় এই ম্যাচ শুরু হবে। এই ম্যাচে যেই দল জিতবে সেই দল চলে যাবে ফাইনালে।

ফুটবল বিশ্ব আজকের ম্যাচে ফ্রান্স ও বেলজিয়ামকে দেখলেও বাংলাদেশের ফুটবল সামর্থকরা দেখবে আন্যন কিছু। তাদের কাছে আজকের ম্যাচ ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই।
বলতে পারেন কেন? চলতি বিশ্বকাপের দ্বিতিয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পরে আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিলের সামর্থকরা ফ্রান্সের সামর্থক ছিলো।
অপর দিকে বেলজিয়ামের সাথে হেরে বিশ্বকাপ থেকে বাদ পরে ব্রাজিল। সেই ম্যাচে আর্জেন্টিনার সামর্থকরা বেলজিয়ামকে সমর্থন করেছে। আর আজ সেমি-ফাইনালে মুখমুখি হচ্ছে ফ্রান্স-বেলজিয়াম।
যেহেতু ফ্রান্সের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা তাই আজ আর্জেন্টিনার সামর্থকরা বেলজিয়ামকে সাপোর্ট দিবে। অন্যন দিকে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজল তাই আজকের ম্যাচে ফ্রান্সকেই সামর্থন করবে ব্রাজিলের সাপোটাররা।
তাই আমরা বলতেই পারি বাংলাদেশী ফুটবল সামর্থকদের কাছে আজকের ম্যাচটি হবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ।
