
রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে বেলজিয়াম। দুই দলের লক্ষ আজকের ম্যাচে জয়লাভ করে ফাইনালে উঠার। কিন্তু বাস্তব খুব কঠিন কেননা এক দলকে চখের পানি ফেলে তৃতীয় স্থানের জন্য প্রস্তুতি নিতে হবে। জয়ী দল ফাইনালের জন্য প্রস্তুতি নিবে।
দেখেনিন দুই দলের লাইন আপঃ
ফ্রান্সঃ
1) Lloris
2) Hernández
3) Umtiti
4) Varane
5) Pavard
6) Pogba
7) Kanté
8) Matuidi
9) Griezmann
10) Mbappé
11) Giroud
বেলজিয়ামঃ
1) Courtois
2) Vertonghen
3) Kompany
4) Alderweireld
5) Witsel
6) De Bruyne
7) Chadli
8) Fellaini
9) Dembélé
10) Hazard
11) Lukaku
