চলতি বিশ্বকাপে বেশ কিছু তরুণ খেলোয়াড় সকলের নজর কেড়েছেন। তাদের থেকে অন্যতম হলো ফ্রান্সের এমবাপ্পে। দ্বিতিয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের নায়ক এমবাপ্পে। এই বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে করেছেন ৩ গোল।

তবে মাঠে অখেলোয়াড় সুলভ আচরণ করে সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে খেয়েছেন ২ টি হলুড কার্ড।

ফিফার নিয়ম অনুযায়ী একটি টুনামেন্টে দুইটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হন ওই খেলোয়াড়। কিন্তু সুঃসংবাদ হল দুইটি হলুল কার্ড দেখেও ১৫ তারিখের ফাইনাল ম্যাচ খেলতে পারবেন এই ফরাসি ফরোয়ার্ড।

মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষে একটি হলুদ কার্ড পান এমবাপ্পে। এর আগে কোয়ার্টার ফাইনাল পর্বের আগে আরেকটি হলুদ কার্ড পেয়েছিলেন তিনি।

দুইটি হলুদ কার্ডে ফাইনাল ম্যাচ থেকে নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও ফিফার নিয়মেই বেঁচে যাচ্ছেন এমবাপ্পে। নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্বের আগের হলুদ কার্ডের হিসেব কোয়ার্টারের পরে আর যোগ হয় না। সে ক্ষেত্রে বর্তমানে এমবাপ্পের নামের পাশে আছে শুধু একটি হলুদ কার্ড।

তাই এমবাপ্পেকে নিয়েই রোববার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কো স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে ফ্রান্স।