
আমরা সকলে জানি ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল হবে কাতারে। তবে বিশ্বকাপের আয়োজনের সময় নিয়ে ধোঁয়াশা ছিল অনেকদিন ধরেই। প্রতিবার বিশ্বকাপ অবুষ্ঠিত হয় বছরের মধ্যভাগে জুন-জুলাই মাসে। কারণ সেই সময় ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা নামা করে। তাই কাতারে বিশ্বকাপ আয়োজন বেশ কঠিন হয়ে যাবে। সে জন্যই সবকিছু বিবেচনা করে প্রথমবারের মত শীতকালে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
এক সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শীতকালীন বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেন। আর বিশ্বকাপ আয়োজিত হবে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ফিফা সভাপতিকে কথা বলতে হয়েছে কাতার বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের সম্ভাব্যতা নিয়েও। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি ইনফান্তিনো।
