
আর মাত্র ৩ দিন পর শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র। চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে ‘ফুটবল যুদ্ধ’। আর এই যুদ্ধকে সামনে রেখে সকল ধরণের প্রস্ততি চালাচ্ছে সব দল গুলো। তবে অন্যরকম প্রস্তুতি নিচ্ছে দুই বারের চ্যাম্পিয়ান্স আর্জেন্টিনা। তাদের জার্সির ওপরে যুদ্ধের পোশাক। হুঙ্কার দিচ্ছেন শত্রুদের উদ্দেশে। মেসি ‘সেনাপতি’র হাতে একটি ফুটবল। তীব্র দৃষ্টিতে তারা তাকিয়ে সামনের দিকে। যেন শপথ নিয়েছেন কোনো অধরা স্বপ্ন পূরণ করার।
তারা হলেন লিওনেল মেসি এবং তার বাইশ সহযোদ্ধা।
মেসিদের এমন ছবিটি টাঙানো আছে রাশিয়ায় আর্জেন্টিনার শিবিরে। মেসিদের এই রণকৌসলের বিষয়টি চাউর করেছেন আর্জেন্টিনার প্রচারমাধ্যম। যে ছবি প্রতিটা মুহূর্তে যেন মেসিদের মনে করিয়ে দিচ্ছে, কী উদ্দেশে তারা রাশিয়ায় এসেছেন। অভিনব পোশাক পড়া ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন পোশাকে শুধু মেসিরা চাঙ্গা নয়, উজ্জীবিত হয়ে উঠেছে আর্জেন্টাইন ভক্তরাও।
হটাৎ কেন এমন রণকৌশল বেছে নিলেন মেসিরা? জানা গিয়েছে, আর্জেন্টিনার ফুটবলারদের উদ্বুদ্ধ করতেই এই ভাবনা। শনিবার রাতে স্পেন থেকে রাশিয়ায় এসেছে আর্জেন্টিনা। রবিবার মেসিরা নেমে পড়েন অনুশীলনে। বিশ্বকাপে মেসিদের প্রথম প্রতিপক্ষ আইসল্যান্ডও নেমে পড়েছে অনুশীলনে। মেসিদের মতো আইসল্যান্ডের ফুটবলাররাও শনিবার রাতে এসে পড়েন রাশিয়ায়। রবিবার ছিল প্রথম অনুশীলন।
