বিশ্বকাপ শুরু একদিন আগেই স্পেনের কোচকে বরখাস্ত ফেডারেশন। কিন্তু ১৫ তারিখ রাতে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের বিশ্বকাপ মিশন। এদিন গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে স্পেন। কিন্তু সেই ম্যাচের ঠিক দু’দিন আগে স্পেন কোচের রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ হওয়ার ঘোষণা অশনি সংকেতই বয়ে নিয়ে আসছে স্পেন শিবিরে। স্পেন ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি দেল আমো এমনটাই মনে করছেন।

স্পেন ফুটবল দলটিকে খুব ভালো ভাবেই গুছিয়ে এনেছিলেন হুলেন লোপেতেগুই। টানা ২০ ম্যাচের একটিতেও হারের মুখ দেখেনি স্পেন। লো রোজাদের দলে রয়েছে রিয়াল ও বার্সেলোনার খেলোয়াড়দের ছড়াছড়ি। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রিয়ালের এমন ঘোষণা স্পেনের জন্য খারাপ কিছু বয়ে আনতেই পারে।

দেল আমো মার্কাকে দেওয়া তাৎক্ষণিক বার্তায় বলেন, ‘আমার মনে হয় না, এটাই সঠিক সময় ছিল। লোপেতেগুইর উপর অনেক চাপ যাবে। আমি একদমই এটা পছন্দ করিনি। এমন কোন কিছু আমরা কেউই শুনতে চাইনি। আমাদের এখন বিশ্বকাপে কোথায় বেশি নজর দিতে হবে, কীভাবে ভালো করতে হবে এগুলো নিয়ে চিন্তা করার সময়। আমার মনে হয়, তাদের উচিৎ ছিল কিছুদিন অপেক্ষা করা।’

দেল আমোর পাশাপাশি স্প্যানিশ খেলোয়াড়েরাও রিয়াল মাদ্রিদের এমন ঘোষণা এই সময়ে জানানোটা একদমই পছন্দ করেননি। ‘আমাদের খেলোয়াড়দের মাঝে এটার প্রভাব পড়বে না কারণ তারা পেশাদার। কিন্তু তারা এমন খবর ভালোভাবে নেয়নি। শুক্রবার আমাদের প্রথম ম্যাচ। আশা করছি এবার আমরা চ্যাম্পিয়ন হতে পারবো।’

এ সময় রিয়াল মাদ্রিদকেও এক হাত নেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এই বড় কর্তা। ‘রিয়াল মাদ্রিদ অবস্থাটা জানে। ফ্লোরেন্তিনো হুলেনের সঙ্গে কথা বলবে। রাজ্যের চাপ এখন তার উপরেই। তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি খুবই উদ্বিগ্ন এমন সিদ্ধান্তে কিন্তু আমাকে ভুল প্রমাণ করে তারা বিশ্বকাপ জয় করে আনবে।’