
রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চুরান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স। কোচ দিদিয়ে দেশমের ২৩ সদস্যের এই চূড়ান্ত দলে রয়েছে অনেক চমকেভরপুর।
দিদিয়ে দেশমের দলে নেই লেসান্দ্রে লাকাজেত ও অ্যান্থনি মার্শিয়াল। এ ছাড়া স্কোয়াডে জায়গা করেনিতে পাননি কিংসলে কোম্যান, আদ্রিয়ান রাবিও ও দিমিত্রি পায়েটট। দলে আছেন গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও পল পগবার মতো তারকারা।
আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মাঠে নামবে ফ্রান্স। সি গ্রুপে তাদের ওপর দুই প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক।
ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক : আল ফোন্সো এরিওলা, হুগো লরিস ও স্টিভ মান্দানা।
ডিফেন্ডার : লুকাস হার্নান্দেজ, প্রেস কিমপেম্বে, বেনজামিন পাভার্দ, আদিল রামি, জিবরিল সিদিবে, স্যামুয়েল উমতিতি ও রাফায়েল ভারানে।
মিডফিল্ডার : এনগোলা কান্তে, মাতুইদি, স্টিভেন এনজনজি, পল পগবা ও করেন্তিনোতলিসো।
ফরোয়ার্ড : আঁতোয়া গ্রিজমান, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ে জিরু, ফ্লোরিয়ান থোভান ও নাবিল ফেকির।
