
আগামী জুন মাসের ১৪ তারিখ থেকেই শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। তার আগেই সব দেশ অবস্থান করবে রাশিয়াতে। আর রাশিয়ার বিশ্বকাপে মুল ম্যাচে নামার আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।
এবার জেনে নিন কোন দল কার বিপক্ষে খেলবে।
১. ইংল্যান্ড বনাম নাইজেরিয়া ২ জুন বাংলাদেশ সময় রাত ১০:১৫ মিনিট।
২. ইংল্যান্ড বনাম কোষ্টারিকা ৭ জুন বাংলাদেশ সময় রাত ১টা।
৩. ফ্রান্স বনাম আয়ারল্যান্ড ২৯ মে বাংলাদেশ সময় রাত ১টা।
৪. ফ্রান্স বনাম ইতালি ২ জুন বাংলাদেশ সময় রাত ১টা।
৫. ফ্রান্স বনাম যুক্তরাষ্ট্র ১০ জুন বাংলাদেশ সময় রাত ১টা।
৬. ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ৩ জুন বাংলাদেশ সময় রাত ৮টা।
৭. ব্রাজিল বনাম অষ্ট্রিয়া ১০ জুন বাংলাদেশ সময় রাত ৮টা।
৮. জার্মানী বনাম অষ্ট্রিয়া ২ জুন বাংলাদেশ সময় রাত ১০ টা।
৯. জার্মানী বনাম সৌদি আরব ৮ জুন বাংলাদেশ সময় রাত ১১:৩০।
১০. স্পেন বনাম সুইজারল্যান্ড ৪জুন বাংলাদেশ সময় রাত ১টা।
১১. স্পেন বনাম তিউনিশিয়া ৯ জুন সময় নির্ধারিত হয়নি।
১২. বেলজিয়াম বনাম পর্তুগাল ৩ জুন বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিট।
১৩. বেলজিয়াম বনাম মিশর ৭ জুন বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিট।
১৪. বেলজিয়াম বনাম কোষ্টারিকা ১২ জুন বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিট।
১৫. পর্তুগাল বনাম তিউনিশিয়া ২৯ মে বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিট।
১৬. পর্তুগাল বনাম আলজেরিয়া ৮জুন বাংলাদেশ সময় রাত ১:১৫ মিনিট।
১৭. আর্জেন্টিনা বনাম হাইতি ২৯ মে সময় নির্ধারন হয়নি।
১৮. আর্জেন্টিনা বনাম ইসরায়েল ৯ জুন সময় নির্ধারন হয়নি।
