জুনের ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। সাগতিক রাশিয়া ও সফরকারী সৌদি আরবের ম্যাচ দিয়ে পর্দায় উঠবে এই আসর। জুনের ১৬ সন্ধ্যা ৭টা মস্কোতে প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

তাই বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের চুরান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ।

দেখেনিন কেকে আছে এই দলে:

গোল কিপার-

১/ রোমেরো

২/ক্যাবায়েরো

৩/ আরমানি

ডিফেন্ডার –

১/ ক্রিশ্চিয়ান আনসালদি( রাইট ব্যাক)

২/ মারকাডো ( রাইট ব্যাক)

৩/ ওটামেন্ডি

৪/ মাসচেরানো

৫/ ফাজিও

৬/ রোহো

৭/  আকুনা ( লেফট ব্যাক)

৮/ ট্যাগায়লিয়াফিকো ( লেফট ব্যাক)

মিডফিল্ডার –

১/ ডি মারিয়া

২/ লাঞ্জিনি

৩/ পাভন

৪/ লে সেলসো

৫/ বানেগা

৬/ বিগ্লিয়া

৭/ মেজা

৮/ স্লাভিও

ফরোয়ার্ড –

১/ মেসি

২/ দিবালা

৩/ আগুয়েরো

৪/ হিগুয়েন