আজ সন্ধ্যায় পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপ। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া এবং সোদি আরব। বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিলের প্রথম ম্যাচ ১৭ জুন, জুইজার‍ল্যান্ডের বিপক্ষে। ম্যাচের এখনও বাকি আছে তিন দিন। তবে এরইমধ্যে ফাঁস হয়ে গেছে ব্রাজিলের প্রথম একাদশ!

কাজটা করে বসেছেন গ্যাব্রিয়েল জেসুসের এক ঘনিষ্ঠ বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ফাঁস করে দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম ভিডিওতে ফাস হয়ে যায় সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারদের প্রথম একাদশ। পরে অবশ্য ভিডিওটি ডিলিট করা হয়।

ফাঁস হওয়া একাদশ হলো-

১) এলিসন,

২) দানিলো,

৩) থিয়াগো সিলভা,

৪) মিরান্ডা,

৫) মার্সেলো,

৬) কাসিমিরো,

৭) পাওলিনহো,

৮) ফিলিপ কৌতিনহো,

৯) উইলিয়ান,

১০) নেইমার,

১১) গ্যাব্রিয়েল হেসুস।

সুইজাল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।