গতকাল (১৪ জুন) শুরু হয়েছে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ। আর আর্জেন্টিনা মাঠে নামছে আগামীকাল আইসল্যান্ডের বিপক্ষে। অভিজ্ঞতা ও শক্তির দিক দিয়ে, দুই দলের পার্থক্যটা আকাশ পাতাল। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা আইসল্যান্ডের বিপক্ষে, তখন অনায়েসে এগিয়ে থাকবেন লিওনেল মেসিরাই।

এতকিছুর পরেও আইসল্যান্ডের ফুটবলারদের উচ্চতা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ভাঁজ পড়তেই পারে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির কপালে।  আগামীকাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়। আর খেলাটি সরাসরি দেখাবে সনি টেন, মাছরাঙা টেলিভিশন, নাগরিক টিভি ও বিটিভিতে।

এদিকে বিশ্বকাপে অংশগ্রহণ করা ৩২ টি দলের মাঝে আইসল্যান্ডের ফুটবলারদের গড় উচ্চতাই সবচেয়ে বেশি। ১.৮৫ মিটার(৬ ফুটের একটু বেশি) গড় উচ্চতা নিয়ে সবচেয়ে লম্বা ফুটবলারদের দল আইসল্যান্ড।

অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলারদের গড় উচ্চতা তাদের চেয়ে প্রায় ৩ ইঞ্চি কম। ১.৭৯( ৫ ফুট ১০ ইঞ্চির একটু উপরে) মিটার গড় উচ্চতা নিয়ে বিশ্বকাপের সবচেয়ে খাটো ফুটবলারদের দলের অন্যতম আর্জেন্টিনা।

আইসল্যান্ডের বিপক্ষে উচ্চতার ব্যাপারটা বেশ ভালোই ভাবাচ্ছে সাম্পাওলিকে। মেসি, আগুয়েরোরা যেন বেশি উচ্চতার ডিফেন্ডারদের কাটিয়ে আক্রমণে যেতে পারে, সেটা নিয়ে অনুশীলনেও কাজ করেছেন তিনি।