আর মাত্র ২৩ দিন বাকি তার পরেই পর্দা উঠবে ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যে অনেক দল তাদের চুরান্ত দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দেশগুলো। তাই এবার রাশিয়া বিশ্বকাপের জন্য ২৪ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে ইরান।

তবে ২৪ সদস্যের দলে জায়গা করে নিতে পারেনি স্ট্রাইকার কাবেহ রেজাই’রের। তাই ইরানের স্কোয়াড দেখে হয়তো অনেকেই অবাক হওয়ার কথা। কারণ চলতি মৌসুমে লিগ ফুটবলে ৩৯ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন এই স্ট্রাইকার।

বিশ্বকাপের জন্য ইরানের ২৪ সদস্যের দল : 

গোলরক্ষক : 

১) আলিরেজা বিরানভান্দ,

২) রাশিদ মাজাহেরি,

৩) আমির আবেদজাদেহ।

ডিফেন্ডার : 

১) আলি ঘোলিজাদেহ,

২) মাজিদ হোসেইনি,

৩) মিলাদ মোহাম্মাদি,

৪) মোহাম্মাদ খানজাদেহ,

৫) মোর্তেজা পুরালিগাঞ্জি,

৬) পেজমান মোন্তাজেরি,

৭) রামিন রেজাইয়ান,

৮) রুজবেহ চেশমি।

মিডফিল্ডার : 

১) এহসান হাজি সাফি,

২) কারিম আনসাফিরাদ,

৩) মাসুদ শোজাই,

৪) মাহদি তোরাবি,

৫) ওমিদ ইব্রাহিমি,

৬) সাইদ ইজাতোলাহি।

ফরোয়ার্ড :

১) আলিরেজা জাহানবকশ,

২) আশকান দেজাগেহ,

৩) মাহদি তারেমি,

৪) রেজা গুচানেজাদ,

৫) সামান ঘুদ্দুস,

৬) সারদার আজমাউন,

৭) ভাহিদ আমিরি।