
আগামীকাল বাঁচা মরার ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি মোটেই সহজ হবে না,কারণ ক্রোয়াশিয়ার যেমন রয়েছে এট্যাকিং খেলার ঠিক তেমনি রয়েছে মিডফিল্ড কার্যকরী করার মতো দারুন খেলোয়াড়।
প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে ক্রোয়েশিয়া, আর অপরিদকে ড্র করে চাপে আছে মেসির আর্জেন্টিনা।তাই বিশ্বকাপের রেসে টিকে থাকতে হলে কঠিন পরীক্ষাই দিতে হবে মেসিবাহিনীকে।
ক্রোয়েশিয়া স্বাভাবিকভাবে চাইবে ম্যাচটা ড্র করতে। তাই তারা রক্ষণাত্মক খেলাটা খেলে যাবে। আর তাই তাদের রক্ষণ ভাঙতে আর্জেন্টিনার একের পর এট্যাক করেই যেতে হবে সেই সাথে নিজেদের ডিফেন্সও ঠিক রাখতে হবে। কারণ প্রথম ম্যাচের মতো ডিফেন্স দিলে কাউন্টার এট্যাক করে ক্রোয়েশিয় জয় ছিনিয়েও নিতে চাইবে।
