রাশিয়া বিশ্বকাপের দ্বিতিয় ম্যাচে আর্জেন্টিনার মুখমখি হচ্ছে ক্রয়েশিয়া। আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। তাই আজ জয় ছাড়া বিকল্প নেই আর্জেন্টিনার।

তাই দেখেনিন দুই দলের লাইনআপঃ

আর্জেন্টিনার একাদশঃ

1) Caballero WC

2) Tagliafico NA

3) Otamendi NO

4) Mercado GM

5) Salvio ES

6) Pérez EP

7) Mascherano JM

8) Acuña MA

9) Messi LM

10) Meza MM

11) Agüero

ক্রোয়েশিয়া একাদশঃ

1) Subašić DS

2) Strinić IS

3) Vida DV

4) Lovren DL

5) Vrsaljko ŠV

6) Brozović MB

7) Rakitić IR

8) Perišić IP

9) Modrić LM

10) Rebić AR

11) Mandžukić