২৩ দিন পরেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। এরি মধ্যে একে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দেশগুলো। তারই ধারাবাহিকতায় এবার রাশিয়া বিশ্বকাপের জন্য চুরান্ত দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। দলটির কোচ জ্লাতকো দালিচ বিশ্বকাপের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন।

রাশিয়া বিশ্বকাপ নিয়ে ৫ম বারের মত ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে ক্রোয়েশিয়া। এবারের আসরে ‘ডি’ গ্রুপে খেলবে তারা। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা,নাইজেরিয়া এবং আইসল্যান্ড।

ক্রোয়েশিয়া দল: 

গোলরক্ষক : 

১) লভ্রে কালিনিচ,

২) দানিজেল সুবাসিচ,

৩) দমিনিক লিভাকোভিচ।

ডিফেন্ডার : 

১) ভেদ্রান করলুকা,

২) দোমাগোজ ভিদা,

৩) ইভান স্ট্রাইনিচ,

৪) দেজান লোভরেন,

৫) সিমে ভ্রাসালজকো,

৬) হোসেপ পাইভেরিচ,

৭) টিন জেডভাজ,

৮) মাতেজ মিত্রোভিচ,

৯) দুজে সেলেটা-কার।

মিডফিল্ডার : 

১) লুকা মদ্রিচ,

২) ইভান রাকিতিচ,

৩) মাতিও কোভাকিচ,

৪) মিলান বাডেলজ,

৫) মার্সেলো ব্রোজোভিচ,

৬) ফিলিপ ব্র্যাডারিচ।

ফরোয়ার্ড : 

১) মারিও মানজুকিচ,

২) ইভান পারিসিচ,

৩) নিকোলা কালিনিচ,

৪) আন্দ্রে ক্রামারিচ,

৫) মার্কো পিজাকা,

৬)আন্তে রেবিচ।