রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখে মনে হচ্ছে এ যেন নতুন কোন দল প্রথম বারের মত বিশ্বকাপ খেলছে। পুরো টিমটাই যেন ছন্নছাড়া একটি দল। দলের কেউই তেমন কোন সুবিধা করতে পারছে না।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে আর্জেন্টিনা। এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচে কোন গেলের দেখা পায়নি মেসি। একটি পেনাল্টি পেয়েও মিস করে লিওনেল মেসি।

দ্বিতিয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার মত অবস্থানে আছে আর্জেন্টিনা। তবে এই বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করতে চাইলে নাইজেরিয়ার বিপক্ষে জয় ছাড়া আর কোন বিকল্প নেই আর্জেন্টিনার।

তবে নাইজেরিয়ার সাথে জয়লাভ করলেই যে শেষ ১৬ নিশ্চিত করতে পারবে তা কিন্তু নয়। তার জন্য তাকিতে থাকতে হবে গ্রুপের অন্যন দল গুলোর দিকে। তার মানে কঠিন এক সমিকরণের মাঝে আচ্ছে আর্জেন্টিনা।

সমিকরণটি কেমন হবে? আজ ২২ তারিখ ডি গ্রুপে মুখমুখি হবে আইসল্যান্ড ও নাইজেরিয়ার। এই ম্যাচে যদি নাইজেরিয়া জয়লাভ করে তাহলে আশা বেছে থাকবে আর্জেন্টিনার। এই ম্যাচে নাইজেরিয়া জয়লাভ করলে দুই ম্যাচে নাইজেরিয়ার পয়েন্ট হবে ৩ ও সমান সংখ্যক ম্যাচ খেলে আইসল্যান্ডের ও আর্জেন্টিনার পয়েন্টে থাকবে ১।  অন্যন দিকে দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ক্রোয়েশিয়া।

এর পর প্রতি দলের থাকবে ১টি করে খেলা। এই ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়লাভ করতে হবে। অন্যন দিকে আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার জয়লাভ করতে হবে।

তাহলে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিল এমন দাঁড়াবে।

ক্রোয়েশিয়া তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে থাকবে সকলের উপরে। আর্জেন্টিনা তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক পরাজয় নিয়ে থাকবে ৪ পয়েন্ট। নাইজেরিয়ার এক জয় ও দুই পরাজয় নিয়ে থাকবে ৩ পয়েন্ট। আইসল্যান্ডের এক ড্র ও দুই পরাজয় নিতে থাকবে ১ পয়েন্ট।

যদি সমকরণ এমন দাড়ায় তাহলেই ১৬তে যেতে পারবে আর্জেন্টিনা। তা না হলে বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ।