
রাশিয়া বিশ্বকাপে দ্বিতিয় রাউন্ড নিশ্চিত করতে ২৬ তারিখ নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে সুবিধা করতে পারছে না আর্জেন্টিনা। তাই শেষ ১৬ নিশ্চিত করতে নাইজেরিয়ার বিপক্ষে জয় ছাড়া আর কোন বিকল্প নেই তাদের হাতে।
এর আগে প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচেও হাশি মুখে মাঠ ছাড়তে পারেনি মেসিরা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপের পাড়ের কিনারায় আছে আর্জেন্টিনা। তাই শেষ ১৬ নিশ্চিত করতে নাইজেরিয়ার মুখমুখি হবে আর্জেন্টিনা।
এর আগে দুই দল মুখমুখি হয়েছিলো আট বার। তার ভিতর ৫ বার জয়লাভ করে আর্জেন্টিনা। ২ বার নাইজেরিয়ার ও ১ বার ড্র হয়। তবে মাজার বিষয় হলো বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়লাভ করতে পারেনি নাইজেরিয়ার।
দেখেনিই দুই দলের মুখমুখি লড়ায়ের পরিসংখ্যানঃ
১৯৯৪ সালের ২৫ জুন বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা।
১৯৯৫ সালের ১০ জানুয়ারি ক্যানফেডারেশন কাপে নাইজেরিয়ার বিপক্ষে গোল শূণ ড্র করে আর্জেন্টিনা।
২০০২ সালে ২ জুন বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
২০১০ সালের ১২ জুন বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
২০১১ সালের ১ জুন আন্তর্জাতিক প্রিতি ম্যাচে আর্জেন্টিনা বিপক্ষে ৪-১ গোলে জয় পায় নাইজেরিয়া।
২০১১ সালে ৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক প্রিতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আর্জেন্টিনা।
২০১৪ সালে ২৫ জুন বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পায় আর্জেন্টিনা।
২০১৭ সালের ১৪ নভেম্বার আন্তর্জাতিক প্রিতি ম্যাচে আর্জেন্টিনা বিপক্ষে জয় পায় নাইজেরিয়ার।
