
কোস্টারিকার বিপক্ষে পেনাল্টি বাতিল হওয়া ব্রাজিলের।ম্যাচের শেষ মুহূর্তের গোল ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়া- কোস্টারিকা বিরুদ্ধে ম্যাচে নেইমার হয়ে উঠেছিলেন মূল আলোচনার বিষয়। কিন্তু আরও একটা ঘটনা ঘটেছিলো সেদিন। সেটা জানিয়েছেন জাতীয় দলের পাশাপাশি তার ক্লাব সতীর্থ থিয়াগো সিলভা। নেইমারের বিরুদ্ধে সরাসরি রাগ দেখিয়ে তিনি বলেন, ‘সে মাঠে আমাকে অপমান করেছে। নেইমারের আচরণে খুব দুঃখ পেয়েছি আমি।’
ব্রাজিলের একটি টিভি চ্যানেলকে সিলভা জানান, ৮৩ মিনিটের মাথায় রেফারির নির্দেশে খেলা শুরু করার জন্য তিনি বিপক্ষের প্লেয়ারের পায়ে বল তুলে দিতেই তাকে নাকি খুবই অপমানজনক ভাষায় আক্রমণ করেন নেইমার। সিলভা জানান, ‘কোস্টারিকার ফুটবলারদের বল ছেড়ে দিয়েছিলাম বলে নেইমার খুব অপমান করে আমাকে। তার এই আচরণ খুব দুঃখজনক।’
সিলভা শুধু তার জাতীয় দলের সতীর্থ নন, পিএসজিতেও একই সঙ্গে খেলেন এই দু’জন। আর তাই এমন আচরণ দেখে বেশ অবাক হন সিলভা, ‘আমি তাদের বলটা ছেড়ে দিয়ে ভুল করিনি। কারণ, তখন খেলাটা দ্রুত শুরু করা দরকার ছিল।’
রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। প্রবল চাপে থাকা সেলেসাওদের ঘাম ঝরাতে হয় কোস্টারিকার বিরুদ্ধেও। অতিরিক্তি সময়ের দুই গোলে শেষ জয় পায় টিটের দল। ২৭ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমার-কৌতিনহোরা।
