রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ (বুধবার) রাত ১২টায় ব্রাজিলের মুখমুখি হবে সার্বিয়া। প্রতি বছরের মত এবাররে বিশ্বকাপেও ভবিষ্যতবাণী করা হচ্ছে। আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার ম্যাচেও ভবিষ্যতবাণী করেছিলো শাহীন নামের একটি উট। তাই ব্রাজিল আর সার্বিয়ার ম্যাচেও ভবিষ্যতবাণী করছে এই উটই।  তবে আর্জেন্টিনার মতো ব্রাজিল সমর্থকদের জন্য খুব ভালো খবর দিচ্ছে না এই উট। তার দাবি, আজ ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচটি ড্র হবে।

যদি ড্র হয় তাহলে ব্রাজিলেরই ভালো। তাহলে দ্বিতীয় রাউন্ডের জার্মানির (গ্রুপ ‘এফ’-এর সম্ভাব্য রানার্স আপ) মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামতে হবে না নেইমারদের। কারণ ম্যাচটি ড্র হলে ব্রাজিল ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকবে।

অপর ম্যাচে কোস্টারিকার বিপক্ষে সুইজারল্যান্ড জয়লাভ করলে ৭ পয়েন্ট নিয়ে তখন সুইজারল্যান্ড থাকবে টেবিলের শীর্ষে তখন এফ গ্রুপের রানার-আপের মুখোমুখি হবে। ফলে তখন রানার-আপ হয়ে গ্রুপ ‘এফ’-এর সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকোর মুখোমুখি হতে হবে ব্রাজিলকে।