আগামীকাল রাতে শেষ হয়েছে গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে ম্যাচ। আর ইতিমধ্যে দ্বিতিয় রাউন্ড নিশ্চিত করেছে ১৬ দল।

দেখেনিন সেই ১৬ দলের সময় সূচীঃ

৩০ জুন রাত ৮টা ফ্রান্স vs আর্জেন্টিনা।

৩০ জুন রাত ১২টা উরুগুয়ে vs পর্তুগাল।

১ জুলাই রাত ৮টা স্পেন vs রাশিয়া।

১ জুলাই রাত ১২টা ক্রোয়েশিয়া vs ডেনমার্ক।

২ জুলাই রাত ৮টা ব্রাজিল vs মেক্সিকো।

২ জুলাই রাত ১২টা বেলজিয়াম vs জাপান।

৩ জুলাই রাত ৮টা সুইডেন vs সুইজারল্যান্ড।

৩ জুলাই রাত ১২টা কলম্বিয়া vs ইংল্যান্ড।