আজ শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা বনাম ফ্রান্স। এই ম্যাচে পরাজিত হলেই বিদায় জয়লাভ করলেই কোয়ার্টার ফাইনাল। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার যে পারফরম্যান্স তাতে করে আর্জেন্টাইন সমর্থকরাও খুব আশাবাদী হতে পারছে না। তাই আজকের ম্যাচে হয় বাঁচো নয় মরো এই মনোভাব নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।

এদিকে আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এমনকি টাঙ্গাইলের এক সিনেমা হলে আজ সিনেমা দেখার পরিবর্তে ফ্রীতে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে মালিক কর্তৃপক্ষ। তাই সিনেমা হলে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে গতকাল মাইকিং করতেও দেখা যায় ভক্তদের। এছাড়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথা বলছেন অনেকে।

মারকিন খান নামে একজন ফেসবুক পোস্টে জানান, ‘গতকাল টাঙ্গাইল মধুপুর থানায় ঘুড়ার সময় দেখলাম আর্জেন্টাইন কিছু ভক্ত মেসির পোস্টার নিয়ে মাইকিং করছেন। আগ্রহ নিয়ে কাছে গিয়ে দেখলাম আর্জেন্টিনার খেলা উপলক্ষে এলাকাবাসীর খেলা দেখার সুবিধার জন্য এক সিনেমা হল মালিক সিনামার বদলে রাতে ফ্রীতে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলা দেখাবে। বামোস আর্জেন্টিনা।’