আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউটপর্ব। আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই পর্ব। এখানে যেই দল জিতবে সে চলে যাবে পরের রাউন্ডে। আর হারলে এখান থেকেই বিদায় নিয়ে হবে।

তৃতীয় রাউন্ডে যাওয়ার লক্ষে আজ মাঠে নামবে আর্জেন্টিনা বনাম ফ্রান্স।

দেখেনিন দুই দলের লাইন আপঃ

আর্জেন্টিনা একাদশঃ

1) Armani

2) Tagliafico

3) Rojo

4) Otamendi

5) Mercado

6) Pérez

7) Mascherano

8) Banega

9) Di María

10) Messi

11) Pavón

ফ্রান্স একাদশঃ

1) Lloris

2) Hernández

3) Umtiti

4) Varane

5) Pavard

6) Pogba

7) Kanté

8) Matuidi

9) Griezmann

10) Mbappé

11) Giroud

আমাদের অ্যাপ ডাউনলোড করুন FIFA World Cup 2018