দ্বিতিয় রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে পরাজিত হয়ে আর্জেন্টিনা দলে থেকে অবসর নেন হাভিয়ের মাশ্চেরানো। মাশচেরানোর বিদায়ের পর দল থেকে অবসরের ঘোষণা দিলেন লুকাস বিলিয়া।

অবসরের ব্যাপারে বিলিয়া বলেন, ’এখন সরে দাঁড়াতেই হবে কারণ এখন অন্য প্রজন্মের এগিয়ে নিয়ে যাওয়ার সময়। আমি তরুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার জন্যই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’

বিলিয়া আরো বলেন, ‘আমরা খুব মর্মাহত কারণ স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল। আমরা এভাবে শেষ করতে চাইনি। যারা নতুন আসবে তাদের কাজ করতে দেয়া উচিত যেখানে তারা ভালো খেলতে পারে।’