
পতাকা উড়ানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আর্জেন্টিনা সমর্থক বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে একদল ব্রাজিল সমর্থকরা।
গত শনিবার রাতে নারায়ণগঞ্জ বন্দরের মিনারবাড়ি এলাকায় এই ধরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, বন্দরের মিনারবাড়ি এলাকায় আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে শনিবার রাতে তারাবি নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার কলিমউল্লাহর ছেলে সেলিম (৫০) ও তার ছেলে সজিবের ওপর হামলা চালায় ব্রাজিল সমর্থকরা। হামলাকারীরা চাপাতি দিয়ে দুজনকে কুপিয়ে আহত করে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ওসি শাহীন মণ্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
