রাশিয়া বিশ্বকাপে ঘটে চলেছে অদ্ভুত ঘটনা। এই বিশ্বকাপে শুরু হয়েছে ফেভারিটদের বিদায়। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, রানার্সআপ দল আর্জেন্টিনা, রোনালদোর পর্তুগাল এবং ইনিয়েস্তার স্পেনও ছিটকে গেছে ইতিমধ্যেই। অন্য ফেভারিটদের মধ্যে টিকে আছে ব্রাজিল। তাদের লড়াই হবে লড়াই নক আউটে।

কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

অন্যদিকে আজকের গুরুত্বপূর্ণ এ ম্যাচকে সামনে রেখে অধিনায়ক পরিবর্তন করেছেন ব্রাজিল কোচ তিতে। ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব কাঁধে নিয়েই একের পর এক চমক দেখিয়ে চলেছেন টিটে। বদলে দিয়েছেন পুরো দলের চেহারা। টিটের নতুন নতুন ভাবনা এবং ক্রিয়া বিশেষ গুরুত্ব দিয়েছে দলে। তার একটি জলন্ত উদাহরণ হচ্ছে অধিনায়ক নির্বাচন। প্রতি ম্যাচে আলাদা আলাদা অধিনায়ক দিয়ে খেলিয়েছেন প্রত্যেক টি ম্যাচ।

রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে অধিনায়ক এর দ্বাতিত্বে ছিলেন মার্সেলো, দ্বিতীয় ম্যাচে ছিলো থিয়াগো সিলভা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যায় মিরান্ডাকে। রাউন্ড অফ সিক্সটিনে মেক্সিকোর বিপক্ষে অধিনায়ক এর দ্বায়িত্ব তুলে দিয়েছেন আবারও সিলভা’র হাতেই। যথেষ্ট পরিপক্ব এবং আস্থাভাজন সিলভা নেতৃত্ব দেবেন আজকের ব্রাজিল দলকে।

অধিনায়ক পরিবর্তন হলে মুল একাদশে তেমন কোন পরিবর্তনের আভাস দেননি তিতে।এছাড়াও আগের ম্যাচে ইনজুরিতে পড়া মার্সেলো শুরু থেকেই থাকবেন মাঠে।তাই আগের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন সে একাদশই নিয়ে আবারো আক্রমনভাগ সাজাবে ব্রাজিল।