চলমান রাশিয়া বিশ্বকাপে ভবিষ্যৎবানীর ব্যবস্থা কতেছে আয়োজক কর্তৃপক্ষ। সেই জন্য তারা একটি বিড়ালকে নির্ধারণ করেছে ভবিষ্যদ্বাণী করার জন্য। গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র অ্যাকিলিসের নামে। তার নাম, ‘অ্যাকিলিস দ্য ক্যাট’।

অ্যাকিলিস নামের বিড়াল বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগেই ভবিষ্যদ্বাণী করছে। প্রায় সবকটি ম্যাচেই তার ভবিষ্যদ্বাণী মিলে যায়। আবার কিছু ম্যাচে এর ব্যত্যয়ও ঘটে। আজ ২ জুলাই, সোমবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মেক্সিকো এই নকআউট পর্বের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অ্যাকিলিস।

ব্রাজিল-মেক্সিকো ম্যাচ শুরুর আগে নেইমারদের সুসংবাদই দিল জ্যোতিষী অ্যাকিলিস। এই ম্যাচে ব্রাজিলকেই এগিয়ে রাখছে এই রুশ বিড়াল।

একটি ভিডিওতে দেখা যায়, ব্রাজিল ও মেক্সিকোর পতাকা দেওয়া একটি পাত্রের দুই স্থানে খাবার রেখে তার সামনে অ্যাকিলিসকে ছেড়ে দেওয়া হয়। বিন্দুমাত্র অপেক্ষা না করে ব্রাজিলের পতাকা থাকা স্থান থেকে খাবার বেছে নিয়ে নেইমারদেরকে সম্ভাব্য জয়ী দল বলে জানিয়েছে ওই বিড়াল।