
২০১৮ ফুটবল বিশ্বকাপ এমন একটা দেশে হবে যেই দেশে বর্তমানে প্রচণ্ড ঠাণ্ডা। আর তাই অনেক দেশই বিশ্বকাপের উদ্দেশে আগে থেকেই রাশিয়ার আসে পাশে এই রকম আবহাওয়া রয়েছে সে সব দেশে অস্থায়ি ক্যাম্প করবে। সেদিক থেকে একদমই ব্যতিক্রম নয় মেসির দল আর্জেন্টিনা।
রাশিয়ার ঠান্ডা আবহাওয়াকে কেন্দ্র করে প্রতিটি খেলোয়াড় যেন শারীরিক ভাবে নিজেদেরকে সেখানের পরিবেশের সাথে মানিয়ে নিতে স্পেনে পাড়ি দিয়েছে পুরো আর্জেন্টিনা দল। বিশ্বকাপে রাশিয়া যাওয়ার আগে বার্সেলোনাতেই নিজেদেরকে ঝালিয়ে নিবে তাঁরা।
এর আগে দেশের মাটিতে হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেই দেশ ছাড়ে আর্জেন্টিনা দল। হাইতি সহজ প্রতিপক্ষ হলেও মনোবল বৃদ্ধিতে এই ম্যাচ অনেক প্রয়োজন ছিল আর্জেন্টিনা দলের জন্য। দেশ ছাড়ার আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রি তাঁদেরকে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানান।
বার্সেলোনাতেই প্রায় এক সপ্তাহের মতন থাকবে পুরো আর্জেন্টিনা দল। ৭ দিন পর ইসরায়েলর সঙ্গে এক প্রীতি ম্যাচ খেলার জন্য জেরুজালেমে যাওয়ার কথা আর্জেন্টিনার। সেখান থেকেই রাশিয়া বিশ্বকাপের উদ্দেশে প্লেনে উঠবে আর্জেন্টিনা দল।
