
আগামী ৬ তারিখ রাত ১২ টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বনাম বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে হবে দুই দলেরই শক্তির পরীক্ষা। আর শক্তির পরীক্ষার আগে বেশ সুখবরই পেল ব্রাজিল।
দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। আর সেই ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পাড়েনি মার্সেলো, দানিলো এবং ডগলাস কস্তা। তিনজই ইনজুড়ির কারনে এই ম্যাচটি মিস করেছিল।
তবে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচের আগে ফিরেছেন এই তিন তারকাই। গতকাল এই তিন তারকাই দলের অনুশীলনে ছিলেন।
মার্সেলো এবং দানিলো দুজনেই মেক্সিকোর বিপক্ষে স্কোয়াডে ছিলেন। তবে তারা মাঠে নামেনি। আর সেই ম্যাচে স্কোয়াডে না থাকা ডগলাস কস্তা ফিরছেন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়েই।
তবে এই তিন তারকার ফেরাটা যদি সুখকর হয় তাহলে দু:সংবাদ হলো ক্যাসমিরো। জোড়া হলুদ কার্ডের কারনে এই ম্যাচে ক্যাসমিরো খেলতে পারবেনা। তার পরিবর্তে মাঠে নামবেন ফার্নান্দিনহো।
