
আর কিছু দিন পর বার্সেলোনার হয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে লিওনেল মেসি। এই মৌসুম শুরু হওয়ার আগেই খুশির খবর পেল মেসি। স্পেন তারোকা আন্দ্রেস ইনিয়েস্তা বিদায়য়ের পর অধিনায়কত্বের পদটি শূন্য বার্সেলোনার। তাই মৌসুম শুরু হওয়ার আগেই অধিনায়কের শূন্য জায়গা পূরণ করতে চান বার্সেলোনা। আর তাই মেসির হাতেই তুলে দিলো বার্সেলোনার অধিনাকত্ব। আগামী মৌসুম থেকে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামবে মেসির।
গত মৌসুমে বার্সেলোনার অধিনায়কত্বের দায়িত্ব ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা কাধে। ওই মৌসুমে বার্সেলোনার দ্বিতীয় অধিনায়কের দায়িত্বে ছিলেন মেসি এবং এদের দু’জনের অবর্তমানে বার্সেলোনার তৃতীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সার্জিও বুসকেটস।
একদিকে মৌসুম শেষ। অপরদিকে ইনিয়েস্তার বিদায়। তাই এই সিদ্ধান্ত নেয় বার্সেলোনা কর্তৃপক্ষ। নতুন মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার অধিনায়ক হয়ে প্রত্যেকটি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। বার্সেলোনায় ১৪টি মৌসুম কাটিয়েছেন মেসি। এই সময়ে কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তাকে অধিনায়ক হিসেবে পেয়েছেন বার্সেলোনার সর্বকালের সেরা এই ফুটবলার।
