
রাশিয়া বিশ্বকাপে কাজান আরেনা স্টেডিয়ামে লেখা হল নতুন একটি ইতিহাস। ১৯৬৩ সালে ব্রাজিলের বিপক্ষে শেষবারের মত জয় পয় বেলজিয়াম। গতকাল শনিবার ৫৫ বছর পর ব্রাজিলের বিপক্ষে আবার জয়ের দেখা পেল বেলজিয়াম।

কাজান অ্যারেনায় ফুটবলের শক্তিশালী দল ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে বেলজিয়াম।
এই ম্যাচে ৫৫ বছরের ইতিহাস, রেকর্ড আর পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে টিকিট কেটেনিলো বেলজিয়াম।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থাকে বেলজিয়ামে। ম্যাচের ১৩ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফারনান্দিনহো’র করা আত্মঘাতি গোলে এগিয়া যায় বেলজিয়াম। এর পর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েন। সতীর্থ রোমেলু লোকাকু’র মধ্যম মাঠের ‘সলো’র সফল পরিসমাপ্তি করেন ব্রুয়েন।
ম্যাচের দ্বিতিয় অর্ধ্বের ৭৬ মিনিটে বেলজিয়ামের বিপক্ষে কুতিনহোর ক্রস থেকে পাওলিনহোর বদলি হিসেবে নামা রেনাতো আগুস্তোর গোলে ব্যবধান ২-১ গোলে আনে ব্রাজিল।

কিন্তু বাকীটা সময় অনেক চেষ্টা করেও আর শেষ রক্ষা হল না। ২-১ ব্যবধানে হেরেই রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। আর বেলজিয়াম গড়ে ৫৫ বছর পর নতুন ইতিহাস।
