
২৭ নভেম্বর ২০১৪; দেখতে দেখতে তিনটি বছর কেটে গেল। ২০১৪ সালের অাজকের এ দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন অস্ট্রেলিয়ার ফিল হিউজ।
২০১৪ সালে ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড সিল্ড ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান হিউজ। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করার সময় নিউ সাউথ ওয়েলসের সিন অ্যাবটের একটি বাউন্সি বল মাথায় আঘাত হানলে সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিডনির হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে দু’দিন কোমায় থাকার পর ২৭ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান হিউজ। তার মর্মান্তিক মৃত্যুতে পুরো ক্রিকেট বিশ্বেই শোকের আবহ বিরাজ করে।
২৫ বছর বয়সী হিউজ অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তিন ফরমেটে তাঁর সংগ্রহ ১৫৩৫, ৮২৬, ৬ রান। টেস্টে ৩টি ও ওয়ানডে ক্রিকেটে ২টি শতক হাঁকান প্রয়াত এ বাঁহাতি ব্যাটসম্যান।
