চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮। আসন্ন এই আসরের চ্যাম্পিয়নশিপের নাম করণ করা হয়েছে সাফ সুজুকি কাপ ২০১৮। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই টুনামেন্ট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এই আসরে গ্রুপ সঙ্গী হিসেবে বাংলাদেশ পেয়েছে নেপাল, পাকিস্তান ও ভুটানকে। ‘বি’ গ্রুপের তিন দল- ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

একনজরে দেখেনিন সুজুকি সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সময়সূচি…

৪ সেপ্টেম্বর : পাকিস্তান-নেপাল : বিকাল ৪ টায় বাংলাদেশ-ভুটান : সন্ধ্যা ৭ টায়

৫ সেপ্টেম্বর : ভারত-শ্রীলংকা : সন্ধ্যা ৭ টায়

৬ সেপ্টেম্বর : নেপাল-ভুটান : বিকাল ৪ টায় : বাংলাদেশ-পাকিস্তান : সন্ধ্যা ৭ টায়

৭ সেপ্টেম্বর : শ্রীলংকা-মালদ্বীপ : সন্ধ্যা ৭ টায়

৮ সেপ্টেম্বর : পাকিস্তান-ভুটান : বিকাল ৪ টায় : বাংলাদেশ-নেপাল : সন্ধ্যা ৭ টায়

৯ সেপ্টেম্বর : ভারত নেপাল : সন্ধ্যা ৭ টায়

১২ সেপ্টেম্বর : প্রথম সেমিফাইনাল : বিকাল ৪ টায় : দ্বিতীয় সেমিফাইনাল : সন্ধ্যা ৭ টায়

১৫ সেপ্টেম্বর : ফাইনাল : সন্ধ্যা ৭ টায়।

(সবগুলো ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে)