গেলো দলবদলেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ কারণে আসন্ন এল ক্লাসিকোতে সিআর সেভেনকে ছাড়াই রিয়ালের মাঠে নামার কথাটা জানা ছিল সবার। শনিবার নিশ্চিত হলো দুই দলের এই ঐতিহ্যবাহী লড়াইয়ে থাকছেন না লিওনেল মেসিও।

হ্যাঁ, এবারের এল ক্লাসিকো দেখতে হবে মেসি-রোনালদোকে ছাড়াই। শনিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ ‍মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় ভাসকেজের সঙ্গে বল দখল করতে গিয়ে পায়ে আঘাত পান লিওনেল মেসি। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্লাব এক বিবৃতিতে জানায় আগামী তিন সপ্তাহ মেসির বাইরে থাকার খবর।

এ কারণে স্বাভাবিকভাবেই আগামী ২৮ অক্টোবর নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে থাকছেন না লিওনেল মেসি। উল্লিখিত কারণে বর্তমান ফুটবলের দুই মহাতারকা মেসি-রোনালদোকে ছাড়াই এল ক্লাসিকো দেখতে হবে ফুটবলপ্রেমীদের। এর আগে এমনটা দেখা গিয়েছিল এক দশকেরও বেশি সময় আগে।

২০০৭ সালের ২৩ ডিসেম্বরে যে এল ক্লাসিকো হয়েছিল, সেই ম্যাচে মেসি-রোনালদোদের কেউ ছিলেন না। এর পরের রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার যে লড়াই হয়েছে, সেখানে ছিল মেসি-রোনালদোর উপস্থিতি। কিন্তু এক দশকেরও বেশি সময় পর এই প্রথম ফুটবলপ্রেমীদের দেখতে হবে মেসি-রোনালদোবিহীন এল ক্লাসিকো।

এল ক্লাসিকো মানেই আলাদা রকমের রোমাঞ্চ। ফুটবল-ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা। স্পেনের দুই সেরা ক্লাবের এই লড়াইয়ে গত এক দশকে মেসি-রোনালদো যোগ করেছিলেন বাড়তি রোমাঞ্চ। দুই দলের দুই মহাতারকা ছাড়া এল ক্লাসিকোর এই রঙ কতটুকু ছড়াবে, ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।