এল ক্লাসিকো যেন এক উত্বেজনার ফুটবল লড়াই! গেল রাতেই হয়ে গেলো কোপা দেল রের দ্বিতীয় লেগে বার্সালোনার মুখোমুখি হয় চিরচেনা রিয়াল মাদ্রির । এই ম্যাচে উত্বেজনার কোন কমতি ছিলনা, যদিও ম্যাচটি ৩-০ গোলের ব্যাবধানে বার্সালোনা নিজেদের করে নেয়। আক্রমণ করেছে ভেনসিয়াস,বেঞ্জেমারা সমানে সমান।

এই ম্যাচে গোল পেয়েছে বার্সালোনার লুইজ সুয়ারেজ ৫০ ও ৭৩ মিনিটে আর অন্য গোলটি করেন রাফেলা ভারানি ৬৯ মিনিটে।

উপভোগ করুন রিয়াল মাদ্রিদ বনাম বার্সালোনার ম্যাচ হাইলাইটসঃ

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর এপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন