
২০০৩ সালের ইরান বনাম ডেনমার্ক এর ম্যাচ। ম্যাচের ৪৫ মিনিটের পরও কিছুক্ষন ইনজুরি সময় দেওয়া হয়। সেই ইনজুরি সময়ে গ্যালারীতে এক লোক বাঁশি দেয়।ইরানের এক খেলোয়াড় মনে করে রেফারি ১ম অর্ধ শেষ হবার বাঁশি দিয়েছেন। তাই সে বলটি হাতে নেয় এবং হাঁটতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে ছিল ডি বক্সের ভিতরে। আর রেফারি তখনো বাঁশি ফুঁ দেন নি। তাইনিয়ম অনুযায়ী রেফারি তখন ডেনমার্ক কে পেনাল্টি দেন।
ডেনমার্কের এক খেলোয়াড় তার কোচের সাথে পরামর্শ করে পেনাল্টি নিতে আসেন এবং ইচ্ছাকৃতভাবে পেনাল্টি মিসকরেন। সেই ম্যাচ ডেনমার্ক ১-০ গোলে হেরে যায়। কিন্তু পরবর্তীতে ডেনমার্কের সেই খেলোয়াড় কে অলিম্পিক ফেয়ার প্লে এওয়ার্ড দেয় সেই পেনাল্টি মিসের জন্য!
এটাই ফুটবল। সেই ফুটবলারকে শ্রদ্ধা জানাই। ফুটবল শুধু হার জিতের ব্যাপার নয়, এটা একটা জীবন দর্শন। সেই ফুটবলার আমাদের দেখিয়ে দিয়ে গেলেন কেন ফুটবল ঘৃণার কোনো বিষয় নয়, কেন ফুটবল রেসপেক্টের বিষয়।
