
ভারতের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট আই লিগ চলাকালে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে থুথু দেন ইস্ট বেঙ্গলের এই স্ট্রাইকার। এ ঘটনায় বড়সড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন কেলারার এই ফুটবলার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর ঘটনা খেলার মাঠে নতুন কোনো বিষয় নয়। তবে জবি জাস্টিন যেটা করেছেন সেটা নিয়ে সমালোচনা হওয়াই স্বাভাবিক।
সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগের ম্যাচে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিল আইজল ফুটবল ক্লাব। ম্যাচের ৭০ মিনিটে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ইস্টবেঙ্গলের জবি জাস্টিন ও আইজলের করিম ওমোলোজা। এ সময় মাটিতে পড়ে যান জবি। তাতে করিমকে হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি।
ম্যাচে এটা ছিল করিমের দ্বিতীয় হলুদ কার্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। তবে বেরিয়ে যাওয়ার সময় রেফারিকে কিছু একটা দেখানোর চেষ্টা করেন করিম। কিন্তু রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। শেষ পর্যন্ত বিষয়টি টিভি ক্যামেরায় ঠিকই ধরা পড়ে। টিভি রিপ্লেতে দেখা যায়, করিমের গায়ে থুথু দিচ্ছেন ইস্ট বেঙ্গলের হয়ে সর্বোচ্চ গোল করা জবি।
এ ঘটনায় জবিকে ইতোমধ্যেই অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাসিত থাকতে হবে তাকে। এ ছাড়াও আগামী রবিবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে হাজিরা দিতে হবে ইস্টবেঙ্গলের এই স্ট্রাইকারকে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তদন্তে দোষী প্রমাণিত হলে ন্যূনতম ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন জবি জাস্টিন। ছয় ম্যাচ নিষিদ্ধ হলে আই লিগের এবারের মৌসুমে আর কোনো ম্যাচ খেলা হবে না কেরালার এই ফুটবলারের। কেবল তাই নয়, আসন্ন সুপার কাপের প্রথম তিনটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। এ ছাড়াও আর্থিক জরিমানার মুখে পড়তে পারেন কেরালার এই স্ট্রাইকার।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর এপস ডাউনলোড করতে এখানে ক্লিক করিন
