ফুটবল বিশ্বে প্রতিটা জাতীয় দলের একমাত্র টার্গেট এখন রাশিয়া বিশ্বকাপ। এরই মধ্যে ৮টি দল রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে। তাদের মধ্যে ইউরোপের দুটি দল রয়েছে ।

আয়োজক দেশ হিসেবে রাশিয়া এবং বাছাই পর্বে প্রথম দল হিসেবে ইউরোপ থেকে নিশ্চিত করেছে বেলজিয়াম। তবে ইউরোপ থেকে মোট ১৩টি দল এবার বিশ্বকাপে চান্স পাবে।

বাছাই পর্বে ৯টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করছে ইউরোপের দল গুলো। ৯ গ্রুপের শীর্ষ ৯টি দল সরাসরি বিশ্বকাপে চান্স পাবে। এবার ৯ গ্রুপের সেরা ৮টি রানার্সআপ দল নিজেদের মধ্যে প্লে অফ খেলবে । সেখান থেকে যাবে জয়ী ৪ দল।