বিশ্বের জনপ্রিয় একটি খেলা ফুটবল। পৃথিবীতে এমন কোন দেশ পাওয়া যাবে না যেখানে কেউ ফুটবল খেলা দেখে না বা বুঝে না। এই খেলাটি সকলের কাছে প্রিয়। এবং এই ৯০ মিনিটের খেলার সব থেকে সব থেকে বড় আসর বিশ্বকাপ। তাই এই বিশ্বকাপের জন্য ৪ বছর অপেক্ষা করে থাকে বিশ্ববাসী।

তাই আজকে আমরা জানবো একটি গুরুত্ব খেলা ফুটবল এর কিছু তথ্য।

1) প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।

2) প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উরুগুয়ে এবং চ্যাম্পিয়ান হয় উরুগুয়ে।

3) ফিফা প্রতিষ্ঠিত হয় ২১মে ১৯০৪ সালে , প্যারিসে।

4)  মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপে প্রথম অংশ নেয় মিশর ১৯৩৪।

5) ফিফার সদস্য সংখ্যা 207 টি।

6) ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (২৮ ফেব্রুয়ারি ২০১৬)।

7) সর্বাধিকবার চ্যাম্পিয়ান দেশ ব্রাজিল (৫ বার)।

8) ফিফা নামটি প্রদান করেন জোহ্যালিভেস্ট ফুটবল ফেডারেশন সভাপতি।

9) ফিফা বিশ্বকাপ তৈরি করেন ইতালির স্থপতি সিলভিও গাজানিগোর পরিকল্পনায় বাটের্ন ফিফা বিশ্ব কাপটি তৈরি করেন