
১) রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে ফুটবলাররা কত কিছুই না করে, তাই বলে আত্মঘাতী গোল! মাদাগাস্কারের এক ফুটবল দল আগের ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে নিজেদের জালে গোল উৎসবে মেতে উঠে। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ১৪৯-০!
২) ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো মাত্র ১৩ বছর বয়সেই সবার নজর কাড়েন যখন তার দল ২৩-০ গোলে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে। সেই ম্যাচে রোনালদিনহো কত গোল করেছিলেন, জানেন? মাত্র ২৩ গোল!
৩) গোলের খেলা ফুটবলে গোল উদযাপনও কম আকর্ষণীয় নয়! তবে বিপদটা হচ্ছে উদযাপনের বাড়াবাড়ি। একটি সমীক্ষায় দেখা গেছে, প্রতি ২০টি ফুটবল ইনজুরির একটি হয় গোল উদযাপন করতে যেয়ে।
৪) ১৯৯৩ সালে প্যারাগুয়েতে স্পোরটিভো অ্যামেলিযেনো ও জেনারেল কাবালেরোর মধ্যেকার ম্যাচে লাল কার্ডের সংখ্যাটা ছিল সত্যিই মজার। লাল কার্ডের সংখ্যার দিকে তাকালে মনে হয় সেখানে হয়ত কুস্তি খেলা চলছিল। সেই ম্যাচে লাল কার্ডের সংখ্যাটা ছিল ২০।
৫) ফুটবল মাঠে সাধারণত ফাউল করার দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন খেলোয়াড়রাই। তবে ১৯১৮ সালে এন্ডোভার ও ডিসট্রিক সানডে লিগের খেলায় এক খেলোয়াড়কে ফাউল করেন রেফারি নিজেই! উত্তেজিত হয়ে খেলোয়াড়কে ঘুসি মারার পর মাঠ ত্যাগ করেন মার্টিন সিলভেস্টার নামের সেই রেফারি।
