৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান তারকাকে ন্যু ক্যাম্পে নিয়ে আসে কাতালান ক্লাবটি। দলের খুব কঠিন সময়ে। নেইমার যখন বার্সাকে হতাশার সাগরে ডুবিয়ে নতুন করে ঠিকানা গড়েন পিএসজিতে।এরপর পাউলিনহোকে ভালোভাবে গ্রহন করেনি বার্সা সমর্থকরাও।

তার পরিচিতি অনুষ্ঠানে হাতে গোনা কিছু সমর্থক এসেছিল। আর এটাই যেন তাতিয়ে দিয়েছিল পাউলিনহোকে।মাঠের খেলা শুরু হতেই পাউলিনহোর ভয়ঙ্কর রুপ দেখল বার্সা। মিডফিল্ডে অসাধারণ নৈপূণ্য প্রদর্শন করেই মেসি-সুয়ারেজদের দিয়ে গোল করানোর পাশাপাশি প্রতিপক্ষের জালে নিজেও বল জড়াচ্ছেন নিয়মিত।

শনিবার লেগানেসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচেরও একটি গোল তার। চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় এটা তার চতুর্থ গোল!তবে মজার ব্যাপার হলো, লা লিগায় চলতি মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের যে তিন তারকা স্ট্রাইকার বিবিসি (বেল,বেনজেমা, ক্রিশ্চিয়ানো) নামে খ্যাত তাদের তিন জনেরও মোট গোল পলিনহোর সমান চারটি!