আজ রাতে উয়েফা ন্যাশন্স কাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বাংলাদেশ সময় আজ রাত ১২:৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

রাশিয়া বিশ্বকাপ শেষে আজ প্রথম বারের মত মাঠে নামছে তারা। ইউরোপিয়ান ৫৫ টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ‘প্রীতি ম্যাচ গুলো গুরুত্বহীন’ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে উয়েফা চালু করেছে লীগ ব্যবস্থার ন্যাশন্স কাপের। টুর্নামেন্ট ফরম্যাট বাদ দিলেও এটি আরেক ‘ইউরো’ চ্যাম্পিয়নশিপ। প্রায় এক বছরব্যাপী এই লীগের পর্দা উঠছে বিশ্বকাপের সর্বশেষ দুই চ্যাম্পিয়নের ম্যাচ দিয়ে।