
আর্জেন্টিনা কোচ হচ্ছে বার্সেলোনার কিংবদন্তি সাবেক কোচ পেপ গার্দিওলা। সেরা কোচদের তালিকায় প্রথম দিকে থাকবেন তিনি। কোচিং ক্যারিয়ার দু’হাত ভরে দিয়েছে তাকে। বার্সেলোনাকে ট্রেবলসহ মোট ১৩টি মেজর ট্রফি জিতিয়েছেন তিনি। কোচ গার্দিওলা মানেই ট্রফি উঁচিয়ে ধরা। গার্দিওলা মানেই সাফল্যের চাবি কাঠি। তার অধিনেই চলতি বছরে লিগ শিরোপা জিতেছে ম্যানসিটি।
এমন কোচকে সকল দল পেতে চাইবে এটাই স্বাভাবিক। যদি সেটা যদি হয় পেপ গার্দিওলা। এমনিতেই তার আর্জেন্টিনার প্রতি একটু দুর্বলতা আছে। তাই গুঞ্জণের ডালা-পালাটাও একটু বেশি। একবার তো বলেছেন ‘আপনি যদি কোচিং শিখতে চান তবে আর্জেন্টিনায় চলে যান।’ কারণটাও যুক্তি সঙ্গত বরাবরই আর্জেন্টিনা কোচারদের আতুরঘর।
কিন্তু নামটা যখন গার্দিওলা তখন দুর্বলতা চলে আসে যে কোন ফেডারেশনের। তার উপর সাম্পাওলির ব্যর্থতা। অন্যদিকে গার্দিওলার আগ্রহ। কিংবদন্তি ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ থাকাকালিন সময় গার্দিওলা বলেছিল,‘ ডিয়েগো তুমি কি আমাকে ভবিষ্যতে আর্জেন্টিনা দলের নেতৃত্বে দেখতে চাও?’ ম্যারাডোনার জবাব ছিল, ‘অবশ্যই।’ তখন কেইবা জানত এত তারাতারি আর্জেন্টিনার কোচ হওয়ার সম্ভাবনার তালিকায় নাম উঠবে গার্দিওলার। স্বপ্ন পূরণ হতে পারে সাবেক বার্সেলোনার কোচের। স্প্যানিশ দৈনিক এএসে এমন একটি খবরই এসেছে।
এই গুঞ্জনটি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্প্যানিশ এক টিভি চ্যানেলের দাবি অনুযায়ী বাৎসরিক ১২ মিলিয়ন ডলারে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত গার্দিওলাকে কোচ হিসেবে চায় আর্জেন্টিনা। কোচের পারিশ্রমিকের অর্ধেক দেবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং বাকি অর্ধেক দেবে আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল ‘তরনেওস’। এই চ্যানেলটি ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল দলের টিভি স্বত্ব কিনে নিয়েছে।
ফ্রান্সের বিপক্ষে ৩-৪ গোলে হেরে বিদায়ের পর আর্জেন্টাইন ফুটবলে এখন বেহাল অবস্থা। তার সুত্র ধরে প্রতিদিন খবর হয়-হোর্হে সাম্পাওলি এই আছে তো এই নেই। সাম্পাওলির বিদায় হবে কি না, তা ভবিষ্যতের হাতে। তবে নতুন সম্ভাব্য কোচের তালিকাটা ধীরে ধীরে বড়ই হচ্ছে। সেখানে নতুন নাম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ গার্দিওলার নামটিও চলে আসল।
গুঞ্জনটি বেশি ছড়ানোর আরেকটি বড় কারণ আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে গার্দিওলার মধুর সম্পর্ক। আবার ম্যান সিটিতে খেলার সুবাদে সার্জিও আগুয়েরোর সঙ্গে গার্দিওলার সম্পর্কও ভালো। ফলে দুইয়ে দুইয়ে চার মেলাতে চাচ্ছে অনেকেই। এখন দেখা যাক গার্দিওলার আর্জেন্টিনার কোচ হওয়ার এমন গুঞ্জন কত দিন টিকে থাকে?
ফেডারেশন প্রস্তাব দিলে গার্দিওলা নিশ্চই ফেরাবিন না। মেসি ও আর্জেন্টিনার প্রতি বারবরই তার একটা দুর্বলতা আছে। এবার সেই স্বপ্ন পূরণের পালা সাবেক স্পানিশ মিডফিল্ডারের!
