
ক্যারিবীয়ান দানব ক্রিস গেইল অদ্ভুত এক চরিত্র! হাসি যেন তার মুখ থেকে কখনই মিলায়ই না। উদ্ভট সব কাণ্ড করে বসেন তিনি, যা অন্য কোনো খেলোয়াড় কখন চিন্তাও করতে পারে না। ফলে সমালোচনার মুখে পড়েছেন বহুবার। তবে এইবার যা করেছেন, তাতে বাহবা-ই পেয়েছেন এই ক্যারিবীয় সুপারস্টার।
আগামীকাল (রোববার) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তাও শোচনীয়ভাবে পরাজয়। মাত্র ১০ রান করেছেন ওপেনার গেইল! সবকয়টি উইকেট হারিয়ে ২০৩ রান করতে সক্ষন হয় ক্যারিবীয়রা। এই রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ শেহজাদ একাই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। চার-ছক্কার তাণ্ডব চালিয়ে ৮৪ রানের চোখ ধাঁধানো একটি ইনিংস খেলেছেন।
আফগানিস্তানের এই উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যানও মজার এক চরিত্র। জয়লাভের পর তার লাফ ঝাঁপ দেখে অনেকে হতবাকই হন! বিশালদেহী এই ক্রিকেটারের বাধ ভাঙা উল্লাসের ছবি ইন্টারনেটে ছড়িয়ে আছে। শূন্যে লাফিয়ে উঠেন দলের জয়ে।
কাল ম্যাচ সেরা পুরস্কার জিতেন শেহজাদ। সেটি হাতে নিয়ে মাঠেই ছিলেন তিনি। আর পাশে ছিলেন পরাজিত দলের গেইল। কিন্তু হাসিমুখে!
স্টেডিয়ামে বাজছে সেই বিখ্যাত ‘চ্যাম্পিয়ন’ গানটি। আর তখন বড় মনের পরিচয় দেন গেইল। শেহজাদের অনুরোধে নাচতে শুরু করেন তিনি। দু’জনেই বিখ্যাত সেই ‘চ্যাম্পিয়ান ডান্সের’ সিগনেচার স্টেপ করেন আর হাসিতে ফেটে পড়েন। তাদের সাথে এক সময় যোগ দেন আফগান কোচ ফিল সিমন্সও।
গেইলের এই আচরণে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। একমাত্র তিনিই পারেন হারের পর হাসিমুখে তা মেনে নিতে এবং জয়ী দলের সাথে আনন্দে ভাসতে।
তাদের নাচের এই ভিডিওটি ফেসবুক পেজে শেয়ার করে আইসিসি লিখেছে, ‘এটাই হলো ক্রিকেটের সৌন্দর্য্য।’
