
টি২০ মানেই চার ছক্কার মার।তাও আবার বিশ্বের সেরা ক্রিকেট লীগ আইপিএলে। আজ থেকেই শুরু হচ্ছে আইপিএল এর ১১ তম আসর।
দেখ নেই আইপিএলে ছক্কা মার কার বেশি:
১. ক্রিস গেইল : আইপিএলে দ্রুত সেঞ্চুরির সাথে ম্যাচ প্রতি ছক্কা না মারলে তার চলে না।এ পর্যন্ত ২৬৫ টি ছক্কা মেরে সবার উপরে গেইল।
২. সুরেষ রায়না :আইপিএলে রায়নার জবাব নেই।খেলছেন সেরার মতোই।তার ব্যাট থেকে এসেছে ১৭৩ টি ওভার বাউন্ডারি।
৩. রোহিত শর্মা :৩ বার চ্যাম্পিয়ন কাপ্তান ব্যাটেও সেরা ধার তার।তিনি মেরেছেন ১৭২ টি ছক্কা।
৪. ডেভিট ওয়ার্নার :অজি ওপেনার রান করার পাশাপাশি মেরেছেন ১৬০ টি ওভার বাউন্ডারি।
৫. ভিরাট কোহলি : উনার নাম না বললেই নয়।আইপিএল ইতিহাসের ১ আসরে সেরা রান তার।তাও কিনা ৯৫০+ হাজার হয়নি।ওভার বাউন্ডির থেকে বাউন্ডি বেশি মারেন।তবুও তার ছক্কা আছে ১৫৯ টি।
