
আজ অসাধারণ এক ইনিংস খেলে ফাইনালে যাবার আশা টিকেয়ে রেখেছেন রংপুর রাইডাসের ওপেনার ক্রিস গেইল।
৫১ বলে অপরাজিত ১২৬ রান করেন গেইল। তিনি তার ইনিংসটি সাজান ১৪ ছক্কা ৬ টি চারের সাহায্যে। তার সঙ্গী ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান মিঠুন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করেন তিনি। সে সময় তিনি বলেন, প্রায় ১৭০ রানের লক্ষ্য ছিল। চাপ তো ছিল। টপ তিনে যারা ব্যাটিং করছিল তাদের বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল।
আমাদের ব্যাট করার মতো খেলোয়াড় ছিল। কিন্তু আমি কারো উপর নির্ভরশীল হতে চাইনি। ব্যাটিংয়ে মোমেন্টাম ধরে রাখার দরকার ছিল সেটাই হয়েছে।
