বাংলাদেশ প্রিমিয়ার লীগে কুমিল্লার বিপক্ষে গেইল তাণ্ডব চালাতে পারেনি ঠিকি। তবে আগের ম্যাচে খুলনা টাইটান্স এর বিপক্ষে ঠিকই তাণ্ডব চালিয়েছিল গেইল।

গতকাল ফাইনালেও গেইলের ঝড়ে ম্যাচ জিতল রংপুর। আর এই ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন।

প্রথমে একটি স্ট্যাটাসে তিনি লিখেন, গেইল মানুষ, নাকি গেইল! এরপর আরো দুটি স্ট্যাটাস দেন তিনি।

একটিতে রংপুরকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে নাফিসা কামাল লিখেন, Congratulations Rangpur Riders for becoming the champion of BPL Season 5! #BPLSeason5 Congratulations Captain #Mash Congratulations all Riders fans.

আর অন্য আরেকটি স্ট্যাটাসের ম্যাধমে নাফিসা কামাল লেখেন, আগামী বিপিএলে গেইল আমাদের ভিক্টোরিয়ানসেই যোগ দেবে ইনশাল্লাহ।