
বিপিএলে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট পাড়ায় আলোচনার একমাত্র বিষয়বস্তু ছিল কার হাতে উঠছে বিপিএল সিজন-৫ এর চ্যাম্পিয়ন ট্রপি? রংপুর-ঢাকা শক্তিতে ফিফটি-ফিফটি হওয়াতে এ নিয়ে কঠিন ধাঁধায় ছিল ভক্তকূল। তবে কঠিন এই ধাঁধার উত্তর মিল মঙ্গলবার।
ঢাকা ডাইনামাইটসকে ৫৭ রানে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জয় করলো মাশরাফি। জাতীয় ওয়ানডে দলের অধিনায়কের এটি চতুর্থ শিরোপা হলেও রংপুর রাইডার্স এর জন্য এটি প্রথম।
শিরোপা জয়ের এক ম্যাচে সাতটি রেকর্ড গড়েছেন ব্যাটিং দানব গেইল। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচে তুলে নিয়েছেন বিপিএল সেরা ১৪৬ রান। মূলত ম্যাককালাম ও তার হাত ধরের প্রথমবারের মতো শিরোপার দেখা পায় রংপুর। নিয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
কিন্তু এতসবের মাঝেও হতাসা গেইলের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, আমি বিশ্বের সেরা অফ স্পিনারদের একজন হয়েও নিজের বোলিং নিয়ে বেশ হতাশ।
তিনি এটাও জানান, মূলত টিমের সকলের চেষ্টা আমরা এতদূর আসতে পেরেছি। বিশেষ করে অধিনায়ক মাশরাফিকে প্রশংসায় ভাসিয়েছেন ক্যারিবীয়ান রাজপুত্র।
সর্বোপরি গেইল বলেন, আশা করি আগামী বছরও দেখা হবে বিপিএলে। ম্যান অফ দ্যা সিরিজের পুরুস্কার ও পেয়েছেন গেইল। মিরপুরে রীতিমত ব্যাটিং ঝড় তুলেন রংপুরের দুই ব্যাটসম্যান ম্যাককালাম ও ক্রিস গেইল। দুইজনে মিলে গড়েন ২০১ রানের জুটি। নির্ধারিত ২০ ওভারে যা ভাঙতে পারেনি ঢাকার কোন বোলাররা।
ম্যাচটিতে ১৮ ছয় ও ৫ চারে ১৪৬* রান তুলেন গেইল। যা বিপিএল ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ব্রেন্ডন ম্যাককালাম খেলেন ৫১ রানের ইনিংস।
